বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

‘‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়’’

‘‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়’’
____কাজী নজরুল ইসলাম।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?

রাসূলের অপমান

রাসূলের অপমানে
যদি কাঁদেনা তোর মন
মুসলিম নয় মুনাফিক তুই
রাসূলের দুশমন !!
------- কাজী নজরুল ইসলাম

ছয়টি জিনিসের মূল্য শুধু ছয় ব্যক্তিই জানে

~>ছয়টি জিনিসের মূল্য শুধু ছয়
ব্যক্তিই জানে<~
{১}যৌবনের মূল্য বৃদ্ধই জানে।
{২}সুস্থতার মূল্য অসুস্থই জানে।
{৩}অবসরের মূল্য ব্যস্ত ব্যক্তিই জানে।
{৪}ধন-সম্পদের মূল্য গরিব ব্যক্তিই জানে।
{৫}জীবনের মূল্য মৃত ব্যক্তিই জানে।
{৬}বোরকার মূল্য শুধু সভ্য নারী-ই জানে।

কুড়িয়ে পাওয়া মানিক


কুড়িয়ে পাওয়া মানিক
_____________________
"যদি কেউ তোমাকে একথা বলে
যে,অমুক ব্যক্তি তোমাকে গালি
দিয়েছে,তাহলে তুমি বুঝে নেও-সে
নিজেই তোমাকে গালি দিচ্ছে।"
_____________________________________
যদি কেউ তোমার সামনে তোমার এমন
গুণাবলী বর্ণনা করে-যা তোমার মধ্যে
নেই-তাহলে সে এক সময় তোমার এমন
দুর্নাম রটাবে,যা তোমার মধ্যে
বিন্দুমাত্র নেই।